
দীপক কুমার সরকার, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ওমরদীঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) ও একই উপজেলার শাকপালা এলাকার জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।
বগুড়া তিনমাথা রেলগেট সংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে খোকন মিয়ার একটি নির্মাণাধীন ভাড়া বাড়িতে অভিযান চালান।
এ সময় ওই বাড়ি থেকে নয় মিলিমিটার বোরের একটি ব্রিটিশ বুলডগ রিভলবার, তিনটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএম/সকালবেলা